• shikorbd9@gmail.com
  • +880 1941 101 022

শিকড়ের ফ্রি মেডিকেল ক্যাম্প

চুয়াডাঙ্গার জীবননগরে স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র পরিবারের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে শিকড় সমাজকল্যাণ সংস্থা। এতে প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়।

ক্যাম্পটি উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল। ক্যাম্পটি বিকেল ৩টায় শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত চলে। ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. মো. জাহাঙ্গীর আলম ।

এদিকে মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টিভির সাংবাদিক ও শিকড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আদীব জামাল। মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল।

 

Leave A Comment