• April 11, 2021
  • Jibannagar, Chuadanga
  • By Shikor BD

জীবননগর উপজেলার গোয়ালপাড়া মাদ্রাসার ওজুখানা নির্মাণ

মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা’আলার ভালোবাসা ও রহমত পাওয়ার জন্য তার ইবাদতের পাশাপাশি দুনিয়াতে কিছু ভালো কাজ করে যাওয়া উচিত। ভালো কাজের প্রতিদান সব সময় ভালো হয়।
সেই লক্ষ্যে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় ও শিকড় সমাজকল্যাণ সংস্থার বাস্তবায়নে জীবননগর উপজেলার গোয়ালপাড়া মাদ্রাসার ওজু খানার কাজ শুরু হল।
সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে মানুষের পাশে সব সময় থাকতে চায় শিকড় সমাজকল্যাণ সংস্থা।