“সকলে ‘মাস্ক’ পরি ‘ করোনা ‘-কে জয় করি ” এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে সাধারণ পথচারী, ভ্যান চালক ও সিএনজি চালকদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচার-প্রচারণা করা হয়েছে।
বুধবার (০৭ এপ্রিল) সকাল ১০টার সময় সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে জীবননগর পৌর শহরে ২শ ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলার জামাল হোসেন খোকন, জয়নাল আবেদীন, আবুল কাশেমসহ শিকড় সমাজ কল্যাণ সংস্থার সদস্যগণ।
মাস্ক বিতরণ শেষে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা, মাস্ক ব্যবহার করাসহ জীবননগর পৌর শহরে নানা ধরনের সচেতনতামূলক প্রচার-প্রচারণা করা হয়।
We seek social justice, where poverty has been overcome and all people live in dignity and security.